দ্বিতীয় বিয়ের করতে না পেরে নিজের স্ত্রীকে জবাই করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর গ্রামে বলইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার (৫জানুয়ারি) সকালে অভিযুক্ত স্বামী নুর মোহাম্মদ মুন্সীকে (৪৫) পটুয়াখালী সদর থানা পুলিশ আটক করেছেন। নিহত স্ত্রীর নাম নুর জাহান বেগমকে (৪০)।
নিহতের ছেলে বেল্লাল জানায়, দীর্ঘদিন ধরে তার বাবা-মার মধ্যে বিরোধ চলছিল। বিরোধের একমাত্র কারন ছিল দ্বিতীয় বিয়ে। তার মা বিষয়টি স্থানীয়দের কাছেও জানিয়েছেন। দ্বিতীয় বিয়েতে মা সম্মতি না দেওয়ায় বাবা মাকে তার জমি বিক্রি করে টাকা এনে দিতে বলেন। এনিয়ে মাকে অনেক মারধরও করা হয়েছে। এক পর্যায়ে মার নামেও মিথ্যা অপবাদ দিয়ে নানাভাবে নির্যাতন করেন বাবা। শনিবার বিকেলেও মাকে মারধর করেছেন। বেল্লাল জানায়, রাতে তিনি ঘরের পাশের কক্ষে স্ত্রী নিয়ে ঘুমিয়েছিলেন। রাত ৩টার দিকে বেল্লালের স্ত্রী নুপুর বেগম তার কক্ষের পাশ দিয়ে শাশুড়ির গোঙানির শব্দ শুনে। পরে বেল্লাল তার মায়ের কক্ষে গিয়ে দেখে রক্তাক্ত অবস্থায় তার মা পড়ে রয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত নুর জাহানের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, নুরজাহানকে জবাই করা অবস্থায় পাওয়া গেছে। এসময় পাশেই রক্তমাখা ছুড়ি পড়ে ছিল।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক স্বামী নুর মোহম্মদ আটক আছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন