ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বক্তৃতা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না : ডা. জাহিদ হোসেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৯:৩৪:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৯:৩৪:৫৭ অপরাহ্ন
​বক্তৃতা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না : ডা. জাহিদ হোসেন ​সংবাদচিত্র : বাংলা স্কুপ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, কিছু লোক বলছে তারা না কি দেশপ্রেমিক। দেশপ্রেমিক প্রমাণ হয় যুদ্ধ মাঠে। শুধু বক্তৃতা দিয়ে দেশপ্রেমিক হওয়া যায় না। দেশপ্রেমিক হতে হলে কর্মে প্রমাণ করতে হবে। ইতিমধ্যে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির সকল নেতাকর্মী। 

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল। অতীতেও জনগণের দুঃখ-কষ্টে বিএনপি পাশে ছিল। আজও জনগণের পাশে রয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মতো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণকে ছেড়ে অতীতেও পালাননি, বর্তমানেও পালাননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। 

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দিকনির্দেশনায় দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণের সময় এসব কথা বলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। 

শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় হাকিমপুর হিলি উপজেলা, পৌর বিএনপিসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন করা হয়। 

এসময় তিনি সীমান্তবর্তী হাকিমপুর হিলি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, আদিবাসীদের গীর্জা এবং কাওমী ও এতিমখানা মাদ্রাসায় অধ্যায়নরত শিক্ষার্থীসহ ১৫০০ জনের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোঃ দুলাল হোসেন, দ্বায়িত্ব প্রাপ্ত সাঃ সম্পাদক মোঃ মুরাদ হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, উপদেষ্টা অধ্যাপক আকরাম হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পীসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলা স্কুপ/গোলাম মোস্তাফিজার রহমান/হিলি প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ