ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বাংলাদেশে শরিয়া আইন এলে দায় হাসিনারই : তসলিমা নাসরিন

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৯:১৯:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০১-২০২৫ ১০:৩৯:১৭ পূর্বাহ্ন
​বাংলাদেশে শরিয়া আইন এলে দায় হাসিনারই : তসলিমা নাসরিন
বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাকেই দায়ী করলেন তসলিমা নাসরিন। 

ভারতে নির্বাসিত এই বাংলাদেশি লেখিকার মতে, বাবা শেখ মুজিবুর রহমানের কোনও আদর্শই নাকি মেনে চলেননি শেখ হাসিনা। আর তার জন্যই বাংলাদেশের এই দশা। আগামিদিনে বাংলাদেশে শরিয়া আইন চালু হলে তার দায় নিতে হবে মুজিবকন্যাকেই। 

এমন মন্তব্য করে ফেসবুকে শনিবার (৪ জানুয়ারি) একটি পোস্ট করেছেন তসলিমা নাসরিন। 

পোস্টে তিনি লেখেন, ‘শেখ মুজিবুর রহমানের কোনও একটি আদর্শও শেখ হাসিনা মানেননি। দেশ জুড়ে তিনি তাঁর পিতার ভাস্কর্য গড়েছেন কিন্তু তাঁর পিতার গড়ে তোলা সংবিধান মানেননি। যে চারটে স্তম্ভের ওপর বাংলাদেশকে দাঁড় করাতে চেয়েছিলেন তাঁর পিতা, তা আর কেউ উপেক্ষা না করলেও শেখ হাসিনা করেছেন।’

তসলিমা নাসরিনের কথায়, ‘বুদ্ধির মুক্তির জন্য যে সব প্রতিষ্ঠান বিখ্যাত ছিল, সে সব ধর্মের অন্ধকার কূপ বানিয়েছেন শেখ হাসিনা। অবাধে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা ছড়িয়েছেন।’

লেখিকার মতে, হাসিনার সাম্প্রদায়িক ধর্মান্ধ সন্তানরাই তাঁকে ঢাকার মসনদ থেকে উৎখাত করেছে। তসলিমা নাসরিন বলেন, ‘আজ যদি হাসিনার ধর্মান্ধ সন্তানরা শরিয়া আইন চালু করে, বাংলাদেশে মানবাধিকার এবং নারীর অধিকারের তিলমাত্র যদি কিছু না থাকে, তার দায় কওমি মাতা হাসিনারই।’

বাংলা স্কুপ/ডেস্ক/এসকে
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ