ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​৩২ বছর গোসল করেন না 'ছোটুবাবা'

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৭:১৯:২৪ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৭:১৯:২৪ অপরাহ্ন
​৩২ বছর গোসল করেন না 'ছোটুবাবা' ​সংবাদচিত্র : সংগৃহীত
ভারতীয় সাধক গঙ্গাপুরি মহারাজ ৩২ বছর গোসল না করে রেকর্ড করেছেন! ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে এবারের মহাকুম্ভ মেলার মূল আকর্ষণ হয়ে উঠেছেন তিনি।  ভক্তদের কাছে তিন ফুট আট ইঞ্চি উচ্চতার এই সাধকের পরিচয় 'ছোটুবাবা'। তবে নিজে গোসল না করলেও ভক্তদের পূণ্যস্নানে উৎসাহিত করছেন তিনি।

জানা গেছে, ভারতে তিন নদীর মোহনায় আগামী ১৩ জানুয়ারি মহা আড়ম্বরে শুরু হতে যাচ্ছে মহাকুম্ভ মেলা। চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। সনাতন ধর্মবলম্বীদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই আয়োজনে যোগ দিতে এরইমধ্যে হাজির হতে শুরু করেছেন তীর্থযাত্রীরা। মহাকুম্ভ মেলা শুরুর আগেই নজর কেড়েছেন আসামের কামাখ্যা পীঠের ৫৭ বছর বয়সী গঙ্গাপুরি মহারাজ। তিন দশকের বেশি সময় ধরে গোসল করেন না তিনি। কিন্তু কেন? নিজেই জানিয়েছেন, কোনো এক সংকল্পের কারণেই এতো বছর শরীরে পানি স্পর্শ করেননি।

প্রয়াগরাজে পুরো সময় ভক্তরা ঘিরে রাখছেন তাঁকে। নিজে ৩২ বছর গোসল না করলেও ভক্তদের অবশ্য সে পথে না হাঁটার পরামর্শই দিয়েছেন।

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর তীরে প্রয়াগরাজ, হরিদ্বার ও নাসিকে ১২ বছর পর পর আয়োজিত হয় সনাতন ধর্মাবলম্বী আধ্যাত্মিক সাধকদের সবচেয়ে বড় এ মিলনমেলা। ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত এই মহাকুম্ভ মেলায় যোগ দিতে সারা বিশ্ব থেকে জড়ো হয় কোটি কোটি তীর্থযাত্রী-পর্যটক। ধারণা করা হচ্ছে, এবার মেলায় সমাগম হবে ৪৫ কোটি মানুষের।


বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ