ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সারদায় প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৬:৫৪:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৬:৫৪:০৫ অপরাহ্ন
​সারদায় প্রশিক্ষণরত ৮ কনস্টেবলকে অব্যাহতি
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণে থাকা আট জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) জুমার নামাজের পর ওই আট জনকে অব্যাহতির বিষয়ে জানানো হয়। অব্যাহতি পাওয়া কনস্টেবলরা শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে একাডেমি ত্যাগ করেন বলে পুলিশ একাডেমির একাধিক সূত্র নিশ্চিত করেছে।

তবে, এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুঞার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কয়েক দফায় ফোনে কল করা হলেও ধরেননি পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি ইনামুল হক সাগর। 

অব্যাহতি পাওয়া কনস্টেবলরা হলেন—মো. শাকিব, মো. অন্তর, ফজলে রাব্বি, বিক্রম কুমার, নূর আজম, রিয়াজ আলী, আল মামুন ও কিংকর। 

বাংলাদেশ পুলিশ একাডেমি সূত্রে জানা গেছে, গত ২৪ জুন পুলিশ একাডেমিতে ৩৪৭ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবলের ছয় মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। গত বছরের ২০ ডিসেম্বর প্রশিক্ষণ শেষ হওয়ার কথা ছিল। তবে, এখনও প্রশিক্ষণ শেষ হয়নি। সমাপনী কুচকাওয়াজের আয়োজনও করা হয়নি। গত ১৯ ডিসেম্বর সমাপনী কুচকাওয়াজের জন্য দিন ঠিক করা হলেও পরে তা অনিবার্য কারণে স্থগিত করা হয়। আগামী ১২ জানুয়ারি এ কুচকাওয়াজ হতে পারে।
এর আগে তিন ধাপে ৩২১ জন প্রশিক্ষণরত উপ-পরিদর্শককে (এসআই) মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও ১৬ ডিসেম্বর প্রশিক্ষণরত ২৫ জন এএসপিকে শোকজ করা হয়েছে।  
 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ