ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​উদ্ধার করা যায়নি বাউফলের ব্যবসায়ী শিবু বনিককে, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০১-২০২৫ ০৬:৩১:৩২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ০৬:৩১:৩২ অপরাহ্ন
​উদ্ধার করা যায়নি বাউফলের ব্যবসায়ী শিবু বনিককে, ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ ​সংবাদচিত্র : সংগৃহীত
অপহরণের ২০ ঘন্টা পার হয়ে গেলেও উদ্ধার করা যায়নি পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্রি এলাকার পাইকারী ব্যাবসায়ীর শিবা নন্দ রায় বনিক ওরফে শিবু বনিককে। 

পুলিশের দাবি, শিবু বনিককে উদ্ধারে শুক্রবার (৩ জানুয়ারি) রাতেই তারা তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়েছেন।

এদিকে, শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে কালায়া বন্দরের ব্যবসায়ীরা তাদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ  মিছিল করেছেন। তারা কালাইয়া নৌ-ফাঁড়ি ঘেরাও করেন।

উল্লেখ্য, শুক্রবার রাত সোয়া ১০ টার দিকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত শিবু বনিককে কালাইয়া মার্চেন্টপট্রিতে তার কানু প্রিয়া স্টোর থেকে অপহরণ করে ট্রলারযোগে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা  তার প্রতিষ্ঠান  থেকে নগদ সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়।

শিবু বনিক প্রায় ৫০ বছর ধরে এই বন্দরে মুদি মনোহরীর পাইকারী ব্যবসা করে আসছেন।

এ ঘটনার পর কালাইয়া বন্দরের প্রায় ৫ হাজার ব্যবসায়ীসহ স্থানীয় বাসিন্দারা আতংকগ্রস্ত হয়ে পরেছেন। তারা যে কোন উপায়ে শিবু বনিককে জীবিত উদ্ধারের দাবি জানিয়েছেন।

 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ