এনইউবিটিকে'র উপ-উপচার্য হলেন ড.আনোয়ারুল হক জোয়ারদার
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০৪-০১-২০২৫ ০৬:০৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০১-২০২৫ ০৬:১০:৩৪ অপরাহ্ন
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড.আনোয়ারুল হক জোয়ারদার। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. শাহাবুদ্দিন শনিবার (৪ জানুয়ারি) তাঁকে আগামী ৪ বছরের জন্য এই নিয়োগ দিয়েছেন।
আনোয়ারুল হক জোয়ারদার একাডেমিক ও সামাজিক পরিমণ্ডলে Anwar H Joarder নামে পরিচিত। তাঁর জন্ম খুলনা জেলার ডুমুরিয়ার হাসানপুর গ্রামে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অন্টারিও থেকে ১৯৮৮ সালে এমএসসি ও ১৯৯২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ে তিনি সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন।
আন্তর্জাতিক অধ্যাপক জোয়ারদার কানাডা, অস্ট্রেলিয়া, সৌদি আরব, ওমান, ব্রুনাই , বাংলাদেশ ও মরক্কোর ১৪ টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করেছেন। তিনি বাংলাদেশের নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা থেকে ছুটিতে থাকাকালীন মরোক্কোর আল আখাওয়েইন ইউনিভার্সিটি ইন ইফরানে অধ্যাপনা করেছেন। ইতিপূর্বে তিনি নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় প্রায় সাড়ে তিন বছর ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরিসংখ্যান ও গণিতে অধ্যাপক জোয়ারদারের ৯৩টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার এইচ ইনডেক্স ১৬ । পাঠ্যবই ও গবেষণা মনোগ্রাফে তাঁর গবেষণার ফলাফল সন্নিবেশিত হয়েছে।
তিনি গবেষণা ছাড়াও একাডেমিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোর্সের পাঠ্যক্রমের ডিজাইন, পাঠদান সমন্বয়, গবেষণা তত্তাবধান, বই প্রকাশনা ও জুনিয়র সহকর্মীদের মনিটরিং এ ভূমিকা পালন করেছেন।
বাংলা স্কুপ/ সবি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স