ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে, রুখে দিতে হবে : মির্জা ফখরুল

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ০৮:৩২:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ০৮:৩২:১৭ অপরাহ্ন
ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে, রুখে দিতে হবে : মির্জা ফখরুল ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪: 
আমলাদের মধ্যে এখনো ফ্যাসিবাদের প্রেতাত্মা রয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টের প্রেতাত্মারা চক্রান্ত করছে। এদের রুখে দিতে হবে। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। 
তিনি মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র দিবস উপলক্ষে এক সমাবেশে এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজকে সরকারে যারা আছেন তাদের বলব এখনো ফ্যাসিস্ট সরকারের অনেকে তাদের চেয়ারে বসে আছে। এরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাধা হয়ে নানা ষড়যন্ত্র করতে চাচ্ছে। তাদের দ্রুত চেয়ার থেকে সরাতে হবে।
এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের মানুষ শুধু ৫২ ও ৭১ সালে নয়, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবসময় লড়াই করেছেন। গণতন্ত্র আর বিএনপি দুটি সমার্থক। জিয়াউর রহমান এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রীর শাসন এনেছিলেন। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি  প্রথম তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, গণতন্ত্র যেন পুনঃপ্রতিষ্ঠা হয় তাই ২০১৬ সালে ভিশন ২০৩০ দিয়েছেন বেগম খালেদা জিয়া। বছর দুই এক আগে আমরা ৩১ দফা দিয়ে লড়াই সংগ্রাম করেছি। গত ১৬ বছরে আমাদের অনেক নেতাকর্মী নিহত হয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির বহু নেতা নির্বাসিত হয়েছে। আজকে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি সেটা যেন হেলায় না চলে যায়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

নিউজ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ