ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:৫৭:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:৫৭:২৬ অপরাহ্ন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা সংবাদচিত্র: সংগৃহীত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে অর্ধশতাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। জব্দ করা হয়েছে ৪টি বাস ও একটি মোটরসাইকেল। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাত থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত চলে হাইওয়ে পুলিশের এই অভিযান।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ঘনঘন দুর্ঘটনার পর রাত্রিকালীন বেপরোয়া গতিতে চলাচল বন্ধে হাইওয়ে পুলিশের ৮টি, জেলা পুলিশের ৩টি ও র‍্যাব-১০ এর ১টি টহল গাড়ি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে প্রদক্ষিণ করে।পরে, ধলেশ্বরী টোলপ্লাজায় ফিটনেস ও লাইসেন্স বিহীনসহ গতি নির্দেশনা না মানা যানবাহনকে সড়ক পরিবহন আইনের আওতায় আনা হয়। এসময়, নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে হাইওয়ে পুলিশ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ