ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বাউফলে ব্যবসায়ীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১২:০৭:২২ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১২:০৭:২২ অপরাহ্ন
বাউফলে ব্যবসায়ীকে ‘ফিল্মি স্টাইলে’ অপহরণ সংবাদচিত্র: সংগৃহীত
পটুয়াখালীর বাউফল উপজেলার বাণিজ্যকেন্দ্র কালাইয়া বন্দরের প্রতিষ্ঠিত ব্যবসায়ী শিবু বণিককে (৬৫) অপহরণ করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানে  ৮-১০ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ব্যবসায়ী শিবুকে তুলে নিয়ে যায়। ঘটনার পর বাউফল থানা পুলিশের একটি টিম ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সোয়া ১০ টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ব্যবসায়ী শিবু বণিক তার দুই কর্মচারীকে নিয়ে দিনের হিসাব নিকাশ করছিলেন। এ সময় মুখোশধারী একটি ডাকাতদল তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে হাত পা বেঁধে ফেলে। এরপর ডাকাত দল দোকানের ক্যাশ থেকে প্রায় ৫ লাখ টাকা লুট করে নেয়। পরে ব্যবসায়ী শিবুকে পেছনের দরজা দিয়ে বের করে ইঞ্জিন চালিত ট্রলারে তুলে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যায়। এ ঘটনার পর কালাইয়া বন্দরের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বাউফল থানার ওসি কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার অভিযানে নেমেছে পুলিশের একাধিক টিম।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ