ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালয়েশিয়ার উপকূলে ২০০ রোহিঙ্গা আটক

আপলোড সময় : ০৪-০১-২০২৫ ১১:১৪:০৬ পূর্বাহ্ন
আপডেট সময় : ০৪-০১-২০২৫ ১১:১৪:০৬ পূর্বাহ্ন
মালয়েশিয়ার উপকূলে ২০০ রোহিঙ্গা আটক সংবাদচিত্র: সংগৃহীত
মালয়েশিয়ার উপকূল থেকে মিয়ানমারের প্রায় ২০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শুক্রবার উত্তর-পশ্চিম মালয়েশিয়ার কেদাহ রাজ্যের একটি দ্বীপ থেকে তাদের আটক করা হয়। এর পরপরই জলসীমায় টহল দ্বিগুণ করছে মালয়েশিয়ার কোস্টগার্ড

স্থানীয় ইংরেজি দৈনিক দ্য স্টার জানিয়েছে, মিয়ানমার থেকে প্রায় ২০০ রোহিঙ্গা শরণার্থী লাঙ্কাউই উপকূলে এসেছে।কোস্টগার্ডের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোররাতে লাঙ্কাউই রিসর্ট দ্বীপের একটি সমুদ্র সৈকতে নৌকাটি আসে। পরে পুলিশ সেখান থেকে মিয়ানমারের ১৯৬ নাগরিককে আটক করেছে।

কোস্টগার্ড একটি বিবৃতিতে বলেছে, “কোস্টগার্ডের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, সমুদ্রে নথিভুক্ত মিয়ানমারের অভিবাসীদের বহনকারী আরও দুটি নৌকা রয়েছে। তবে তাদের সঠিক অবস্থান এখনো অজানা।”

মালয়েশিয়ার কোস্টগার্ডের মহাপরিচালক মোহাম্মদ রোসলি আবদুল্লাহ জানিয়েছেন, কর্তৃপক্ষ লাঙ্কাউই এবং সীমান্ত এলাকায় উত্তর জলসীমায় টহল দিচ্ছে ও নৌকাগুলো সনাক্ত করার জন্য বিমান নজরদারির ব্যবস্থা করেছে। অভিবাসী বহনকারী নৌকাগুলোর গতিবিধি শনাক্ত করতে কোস্টগার্ড থাই কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করছে।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ