ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​আলুক্ষেতে মিললো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৭:১৬:২৭ অপরাহ্ন
​আলুক্ষেতে মিললো নিখোঁজ বৃদ্ধের মরদেহ ​সংবাদচিত্র : সংগৃহীত
জয়পুরহাটের কালাই উপজেলার কুজাইল করিমপুর গ্রামের আলুক্ষেত থেকে মালেক খান ফটু (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে মালেক মোটরসাইকেল নিয়ে রাসায়নিক সার কেনার জন্য বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করলেও সন্ধান মেলেনি। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে আলুক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জেরে মালেককে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।

নিহত মালেক খানের স্ত্রী বলেন, ‘আমার স্বামী বৃহস্পতিবার বিকালে আলুর জমিতে দেওয়ার জন্য রাসায়নিক সার কিনতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। শুক্রবার ১২টার দিকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি তার লাশ বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মাঠের মধ্যে আলুক্ষেতে পড়ে আছে।’ তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি জানান।

নিহত মালেক শেখের ছেলে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমার বাবা সুস্থ একজন মানুষ। এটি পরিকল্পিত হত্যা। কারণ গত এক বছর আমার কয়েক বিঘা সবজির বাগানের চারাগাছ ও ফলদ গাছ কেটেছে প্রতিবেশীরা। আমার ধারণা, পূর্ব শত্রুতার জেরেই বাবাকে হত্যা করা হয়েছে।’

কালাই থানার ওসি জাহিদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে জানা যাবে মৃত্যুর কারণ।

বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ