ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​জাতিসংঘের নিন্দা

ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ৬৮

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৫:২১:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৬:৫৪:৪১ অপরাহ্ন
ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধানসহ নিহত ৬৮ ​সংবাদচিত্র : সংগৃহীত
ফিলিস্তিনের গাজায় প্রচণ্ড শীত ও বৃষ্টির মধ্যেও বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার (২ জানুয়ারি) ইসরায়েলি বাহিনীর হামলায় হামাস নিয়ন্ত্রিত পুলিশ ফোর্সের প্রধান এবং তার ডেপুটি প্রধানসহ অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। গাজার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গত ১৪ মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার তারা গাজায় মানবিক অঞ্চল হিসেবে পরিচিত আল-মাওশি জেলায় ভয়াবহ হামলা চালিয়েছে।

হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় নিহত গাজার পুলিশ বিভাগের মহাপরিচালকের নাম মাহমুদ সালাহ। তাঁর সহযোগীর নাম হুসাম শাহওয়ান।

গাজার পুলিশ প্রধানকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল এই ভূখণ্ডকে আরও বিশৃঙ্খলার দিকে ঠেলে দিল এবং নাগরিকদের দুর্ভোগ আরও বাড়াল বলে মন্তব্য করেছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ইসরায়েলি বাহিনীর এই বর্বর হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির ইউএনআরডাব্লিউয়ের প্রধান ফিলিপ লাজারিনি এক্সে লিখেছেন, ‘গাজায় নিরাপদ অঞ্চল তো দূরের কথা, কোনো মানবিক অঞ্চল নেই।’

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছে ২৩ লাখের বেশি মানুষ।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ