ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদ
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৩-০১-২০২৫ ০৪:৪৩:৩০ অপরাহ্ন
আপডেট সময় :
০৩-০১-২০২৫ ০৪:৪৩:৩০ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহারুল ইসলাম ইসনাতের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৩জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রায় ১৫ মিনিট ছাত্র জনতার ব্যানারে ঢাকামুখী সকল যানবাহন চলাচল বন্ধ করে এ বিক্ষোভ করা হয়। পরে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন এসে এক্সপ্রেসওয়ের যানচলাচল স্বাভাবিক করে।
তিনি জানান, ছাত্র জনতার ব্যানারে সাবেক ছাত্র নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু করে। ঢাকার বনশ্রী এলাকায় ইসনাতের ওপর হামলা হয়। এরপর ওই এলাকায় মামলা হয়েছে। রামপুরা থানার ওসির সঙ্গে এ বিষয় নিয়ে কথা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি, উত্তর মেদিনী মন্ডল বিএনপির সভাপতি পল্লু হাজী, ইয়ার মো. রুমান, শেখ রাকিব, উম্মে হানি, মারুফ ইসলাম ইমন, মিরাজ হোসেন, সাদ্দাম, আল-আমীন প্রমুখ।
জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেওয়া শাহারুল ইসলাম ইসনাতকে হত্যার উদ্দেশে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার বনশ্রীতে সন্ত্রাসীর হামলার শিকার হন। এতে ইসনাত গুরুতর আহত হন। ইসনাত উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের উত্তর মেদিনী মণ্ডল গ্রামের আব্দুল গাফফার ফকিরের ছেলে।
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স