ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান মমতা, ​ভারতীয় মন্ত্রীর দাবি

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৪:৪০:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৪:৪০:৩৭ অপরাহ্ন
পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান মমতা, ​ভারতীয় মন্ত্রীর দাবি ​সংবাদচিত্র : সংগৃহীত
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গকে বাংলাদেশে বানাতে চান বলে অভিযোগ করেছেন ভারতের টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং। তিনি বলেছেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এমন রাজনীতি মেনে নেওয়া হবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।

দু’দিনের সফরে পশ্চিমবঙ্গে রয়েছেন কেন্দ্রীয় টেক্সটাইল মন্ত্রী গিরিরাজ সিং। সফরের শেষ দিন শুক্রবার (৩ জানুয়ারি) উত্তর ২৪ পরগনার সোদপুরে একটি বেসরকারি সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তিনি। ওই অনুষ্ঠানে রাখা বক্তব্যে রোহিঙ্গা ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কড়া ভাষায় আক্রমণ করেন এ বিজেপি নেতা।

গিরিরাজ সিং বলেন, আমাদের গ্রামে ষাঁড় লাল কাপড় দেখলেই রেগে যায়। ঠিক সেভাবেই কেন্দ্রীয় সরকারের নাম শুনলেই মমতা দিদি রেগে যান। সেন্ট্রাল এজেন্সির নাম শুনলেই রেগে যান। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী এলেই ‘মারো’ বলে নির্দেশ দেন। আর এখন আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষাকারী বিএসএফ’কেও বদনাম করার পরিকল্পনা চলছে।

তিনি বলেন, রোহিঙ্গা ও বেআইনি অনুপ্রবেশকারীদের জন্য মমতা দিদি রেড কার্পেট পেতে রেখেছেন। পশ্চিমবঙ্গ বেআইনি অনুপ্রবেশের করিডর হয়ে উঠেছে। রাজ্যের বাইরে যত বাংলাদেশি পাওয়া যায়, তাদের সবার ঠিকানা কেন পশ্চিমবঙ্গ বা কলকাতা হয়?

ভারতীয় মন্ত্রী বলেন, মমতা ব্যানার্জী ভোট ব্যাংকের রাজনীতি ছাড়া কিছুই বোঝেন না। তার কারণে পশ্চিমবঙ্গে দেশি মুসলিমদের চেয়ে রোহিঙ্গা আর অবৈধ অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি। মমতাকে উদ্দেশ্য করে গিরিরাজ সিং বলেন, মুখে রাম নাম আর হাতে অস্ত্র- এ ধরনের রাজনীতি মেনে নেওয়া যাবে না। আপনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চান, কিন্তু তা কখনোই সম্ভব হবে না।
 
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ