ঢাকা , বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫ , ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০৪:৩৪:১৬ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৪:৩৪:১৬ অপরাহ্ন
​ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন ঢাবি উপাচার্য ​সংবাদচিত্র : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমদ খান জানিয়েছেন সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনের রোডম্যাপ তৈরি করা হবে। ডাকসু নির্বাচনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক বলেও জানান তিনি। 

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে একথা জানান তিনি। 

নিয়াজ আহমদ বলেন, ডাকসু নির্বাচনের বিষয়ে সব ছাত্র সংগঠনগুলোর মধ্যে সমঝোতা হতে হবে। এ নিয়ে কয়েকটি কমিটি কাজ করছে। এ সময় সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন আয়োজন করার কথাও জানান তিনি।

নিয়াজ আহমদ বলেন, এ বছর আইবিএতে এবার ১২০ আসনের বিপরীতে পরীক্ষার্থী ১০ হাজার ২৭৮ জন। আগামী ১৫ জানুয়ারি প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ সময় ক্যাম্পাসের শৃঙ্খলা বজায়ে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে রাতে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাবি ভিসিকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষনা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।  ডাকসু নির্বাচন বানচালে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে উল্লেখ করে শিক্ষার্থীরা বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমরা প্রস্তুত।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ