ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কোন স্ট্যাটাসে ভারতে শেখ হাসিনা, জানে না সরকার

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ০৬:৩১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ০৭:০৭:১৩ অপরাহ্ন
কোন স্ট্যাটাসে ভারতে শেখ হাসিনা, জানে না সরকার ​সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো
বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪: 
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে বা পরিচয়ে ভারতে রয়েছেন, তা জানে না সরকার। 
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসে‌ন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের অফিসিয়াল স্ট্যাটাস আমাদের জানা নেই। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানতে চায়নি সরকার। ৪৫ দিন পার হবার পরও ভারত চাইছে বলেই শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। দেশ ছাড়ার পর সাবেক প্রধানমন্ত্রীর পাসপোর্টের মেয়াদ ৪৫ দিন পর শেষ হওয়ার কথা। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তিনি কোন প্রক্রিয়ায় সেখানে অবস্থান করবেন, সাংবাদিকরা তা জানতে চাইলে মো. তৌ‌হিদ হোসে‌ন বলেন, দেখুন সবকিছুই আইন দিয়ে চলে না। অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক দিন থেকে আছে। তখন ৪৫ দিনের মধ্যেই কী তাদের সবকিছু শেষ হয়ে গিয়েছিল? হয়নি। এখন ভারত সরকার তাঁকে আশ্রয় দিয়েছে, তিনি সেখানেই আছেন। আমাদের সেভাবেই দেখতে হবে।
এ সময় নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের সরকার প্রধানদের আলোচনা হতে পারে বলেও জানান তিনি।
 
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ