ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

১১ কেজির বোয়াল দেখে হইচই!

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০৩-০১-২০২৫ ০১:৩৭:১৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৩-০১-২০২৫ ০৩:১৩:১৮ অপরাহ্ন
১১ কেজির বোয়াল দেখে হইচই! সংবাদচিত্র: সংগৃহীত
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে শুকুর আলী নামে একজন জেলের জালে ১১ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) আন্ধারমানিক পদ্মাপাড় আড়তে মাছটি নিয়ে আসেন শুকুর। ২০ হাজায় তিনশ টাকায় এই বোয়ালটি বিক্রি করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে জাল ফেলে টেনে তোলার সময় বোয়াল মাছটি ধরা পড়ে। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য জানিয়েছেন বয়ড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সুমন রাজবংশী।

মৎস্য শিকারী শুকুর আলী বলেন, “রাতে পদ্মায় জাল তুলতেই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অবশেষে টেনে নৌকায় তুলতেই দেখতে পাই জালে আটকা পড়েছে বড় একটি বোয়াল।

আজ (শুক্রবার) সকালে বোয়ালটি আড়তে নিয়ে আসি এবং ২০ হাজার তিনশ টাকায় বিক্রি করি।”আড়তদার  সুমন রাজবংশী বলেন,  “১১ কেজির বোয়াল মাছটি আমাদের আড়তে নিয়ে আসেন শুকুর আলী। ডাকে অংশ নিয়ে ২০ হাজার ৩০০  টাকায় বোয়ালটি আমি কিনেছি।”

হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুল ইকরাম  বলেন,  “হরিরামপুরে পদ্মায় মাঝে মাঝে বড় বড় বোয়াল, আইড়, পাঙাস, রুই, কাতল মাছ ধরা পরে। আজ একটি বোয়াল ধরা পড়েছে বলে শুনেছি।”

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ