চিন্ময়ের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০১-২০২৫ ০৮:৩৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৫ ০৮:৪৩:৫৪ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ম কৃষ্ণ দাসের মুক্তির জন্য আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হবে সনাতনী সংসদ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) কলকাতা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের মহানগর দায়রা আদালত গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদন খারিজ করেছে। দায়রা বিচারক সফিকুল ইসলাম জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চিন্ময়ের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হতে পারে। তাই জামিন দেওয়া সম্ভব নয়। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে জামিন শুনানিতে সুপ্রিম কোর্টের ১১ জন আইনজীবী দাঁড়িয়েছিলেন।
এই আবহে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে সনাতনী সংসদ চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সরব হলো। সংগঠনের অন্যতম সদস্য ও ব্রিটিশ লেবার পার্টির কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের অত্যাচারিত হিন্দুদের প্রতি সহানুভূতিশীল বিভিন্ন নাগরিকদের নিয়ে আমরা একটি কমিটি গড়েছি। চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির জন্য আমরা আন্তর্জাতিক আদালতে যাব। তিনি অভিযোগ করেন, বাংলাদেশকে হিন্দু শূন্য করার চক্রান্ত চলছে।
টরেন্টো থেকে আগত প্রতিনিধি, মানবাধিকার কর্মী অরুণ দত্ত বলেন, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হিন্দু অধ্যুষিত এলাকায় সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠা করা হোক। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, বাংলাদেশে বেশ কিছু উপজেলা রয়েছে যা হিন্দু প্রধান। আমাদের দাবি ওইসব উপজেলার প্রশাসনিক দায়িত্ব দেওয়া হোক হিন্দু কর্মকর্তাদের। কারণ সম্প্রতি ওইসব হিন্দু প্রধান উপজেলাগুলো আক্রান্ত হয়েছে সবচেয়ে বেশি।অরুণ দত্ত অভিযোগের সুরে বলেন, ইউনূস দায়িত্ব নিয়ে বলেছিলেন, আমার হাতে একটা রিমোট বাটন আছে। উনি প্রমাণ করে দিয়েছেন,বাটন প্রেস করে উনি ৭১-এর মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছেন।
তিনি আরও দাবি করেন, হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে বাংলাদেশে জাতিসঙ্ঘের শান্তি বাহিনী মোতায়েন করা হোক। আর এই বিষয়ে ভারত সক্রিয় ভূমিকা নিক।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নিউ ইয়র্ক থেকে আগত সীতাংশু গুহ ও সুইডেন থেকে চিত্রা পালসহ অন্যরা।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও থানাধীন মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণ বর্তমানে কারাগারে আছেন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স