তাসকিনের ৭ উইকেটের নেপথ্যে মজার এক ঘটনা!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০২-০১-২০২৫ ০৭:০৫:৫৫ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৫ ০৭:০৯:২৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
বিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগারের মালিক এখন তাসকিন আহমেদ। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন ৭ উইকেট। শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং অর্ডার একাই বল হাতে ধসিয়ে দিয়েছেন এই বোলার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা তাসকিনের কাছে জানতে চাওয়া হয় ৭ উইকেট পাবেন, সেটা ভেবেছিলেন কি না। জবাবে তাসকিন বললেন, 'ভাবছি, আসলে না ভাবলে হতো না। হ্যাঁ, উইকেট একটু লাকেরও ফেভার হতে হয়। কিন্তু আমি খুশি যে আমি আলহামদুল্লিলাহ বোলিংয়ে যেটা করতে চাচ্ছি এক্সকিউট সেটা হচ্ছে। আসলে ভালো বোলিং করতে পারাটাই ইম্পর্ট্যান্ট। উইকেট তো অনেক সময় দুইটা কম হয়, দুইটা বেশি হয়। আল্লাহর কাছে শুকরিয়া।'
'আজকে একটা মজার বিষয় ছিল যে আমাদের টিমের মেসেয়ার আনোয়ার বলছিল যে ভাইয়া তুমি আজকে চার উইকেট পাবা। আমি বললাম, চাচ্ছিস যেহেতু আল্লাহর কাছে বেশিই চা , ৮ উইকেটও তো হইতে পারে। ৭ উইকেট পেয়ে গেছি আজকে। আলহামদুল্লিলাহ সো ফার আমি আমার প্ল্যান এক্সিকিউট করতে পারছি এবং জিতছি। ভালো লাগতেছে।'
৮ উইকেটও হতে পারত কি না প্রশ্নে তাসকিন বললেন, 'না আসলে লোভে যাই নাই। বেশি লোভে গেলে দেখা গেল হাফ ভলি হতে পারত। তখন বলছি একেকটা ওয়ান বোলারের টাইমে আমি ক্লিয়ার ছিলাম। সিচুয়েশন অনুযায়ী কী করা দরকার এবং সেটা করতে পারছি। ভালো লাগছে যে যখনই ক্যাপ্টেন আমাকে ট্রাস্ট করে নিয়ে আসছি, ব্রেক থ্রু এনে দিতে পারছি আলহামদুল্লিলাহ।'
এছাড়া নিজের অনুভূতি নিয়ে তাসকিন বলেন, 'ভাইয়া আসলে- ফাইফার তো যে কোনো ফরম্যাটে অনেক স্পেশাল। কারণ অনেকবার তিন উইকেট, চার উইকেট পাইছি কিন্তু উইকেটের সঙ্গে লাকও লাগে পাঁচটা পাইতে। আলহামদুল্লিলাহ এটা আমার জন্য বড় পাওয়া। যেহেতু আমি বাংলাদেশের ছেলে বিপিএলের হিস্টোরিতে আমার একটা নাম থাকবে খেলা ছাড়ার পরও , এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট।'
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স