৭ দেশ থেকে ১৪.২৫ লাখ টন জ্বালানি তেল কিনবে সরকার
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০১-২০২৫ ০৬:৫১:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০২-০১-২০২৫ ০৬:৫১:১৭ অপরাহ্ন
সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ১৪ লাখ ২৫ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল কেনার প্রস্তাব অনুমোদন করেছে। ১১ হাজার ৪৭৯ কোটি টাকা ব্যয়ে এসব জ্বালানি কেনা হবে সাতটি দেশ থেকে। থাইল্যান্ড, ওমান, আরব আমিরাত, চীন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে জিটুজি (সরকারি) ভিত্তিতে এ জ্বালানি তেল সংগ্রহ করা হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে জুন সময়ের জন্য এ তেল আমদানি করা হবে। এর মধ্যে ডিজেল ৮.৮০ লাখ টন, জেট ফুয়েল ১.৯০ লাখ টন, পেট্রোল ৭৫ হাজার টন, ফার্নেস অয়েল ২.৫০ লাখ টন এবং মেরিন ফুয়েল ৩০ হাজার টন। গত বছরের ২৪ অক্টোবর অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবটি নীতিগত অনুমোদন পেয়েছিল।
এছাড়া সভায় টিসিবির ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিক্রির জন্য ১.১০ কোটি লিটার সয়াবিন তেল এবং ১০ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাবও অনুমোদন করা হয়। সুপার অয়েল রিফাইনারি থেকে সয়াবিন তেল কেনা হবে ১৮৯ কোটি টাকার এবং শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ থেকে মসুর ডাল কেনা হবে ৯৪ কোটি ৯৫ লাখ টাকার।
পাশাপাশি কাতার এনার্জি থেকে ১২৭ কোটি ৬৮ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া আমদানির প্রস্তাব এবং সৌদি আরবের মাদেন থেকে ২৯৬ কোটি টাকায় ৪০ হাজার টন ডিএপি সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস এসএ থেকে ১৫৮ কোটি ৪০ লাখ টাকায় ৩০ হাজার টন টিএসপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি।
এর বাইরে রেলপথ মন্ত্রণালয়ের দুটি এবং বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের একটি প্রকল্প প্রস্তাবও কমিটির সভায় অনুমোদিত হয়েছে।
বাংলা স্কুপ/ এএইচ/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স