ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​প্রেমের টানে পাকিস্তানে গিয়ে আটক

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৩:৫৩:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৩:৫৩:১৩ অপরাহ্ন
​প্রেমের টানে পাকিস্তানে গিয়ে আটক প্রতীকী ছবি
প্রেমের টানে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের নিরাপত্তারক্ষীদের হাতে বন্দি হয়েছেন উত্তরপ্রদেশের এক যুবক। 

পাকিস্তানের নিরাপত্তা কর্মীদের জেরায় ভারতের আলিগড়ের বাসিন্দা (৩০) ওই যুবক জানান, পাকিস্তানের এক নারীর সঙ্গে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়। সেই বন্ধুত্ব ক্রমেই প্রেমের সম্পর্কে গড়ায়। তাই ভালোবাসার মানুষটির সঙ্গে দেখা করার তাগিদেই জীবন বাজি রেখে সীমান্ত পেরোনোর সীদ্ধান্ত নেন ওই যুবক।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পুলিশ হাতে গ্রেপ্তার ওই যুবকের নাম বাদল বাবু। পুলিশ তাকে মান্ডি বাহাউদ্দীন শহর থেকে ২৭ ডিসেম্বর গ্রেফতার করে। তিনি আলিগড়ের নাগলা খাটকারি গ্রামের বাসিন্দা। বাদলের এই ঘটনায় এখনও তার পরিবারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

গ্রেপ্তারের পর বাদল পুলিশকে কোনও ভ্রমণ নথিপত্র দেখাতে ব্যর্থ হলে পাকিস্তানের ফরেনার্স অ্যাক্ট, ১৯৪৬-এর ১৩ এবং ১৪ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়। পরে বাদলকে আদালতে হাজির করা হয়। তাকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ১০ জানুয়ারি তাঁকে ফের আদালতে হাজির করানো হবে।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ