ঢাকা , মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫ , ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​‘সরকার ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন না হলে সন্দেহ সৃষ্টি হবে’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৩:৩৮:৫৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৩:৩৮:৫৫ অপরাহ্ন
​‘সরকার ঘোষিত সম্ভাব্য সময়ে নির্বাচন না হলে সন্দেহ সৃষ্টি হবে’ ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টাসহ সবাই একই কথা বলেছেন। সেটি হচ্ছে, এই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে নির্বাচন হবে। এর বাইরে না যাওয়া বোধ হয় জাতি ও গণঅভ্যুত্থানের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে। তখন বিষয়টি বিতর্কিত হবে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘দৈনিক আমার পিরোজপুর’ পত্রিকার প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুদু বলেন, সাংবাদিক ও মিডিয়া যেমন দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি দেশবিরোধী ভূমিকাও কখনো কখনো তারা পালন করে। এদেশে সাংবাদিকদের যেমন দীর্ঘ ঐতিহ্য, আন্দোলন, সংগ্রাম, লড়াইয়ের ইতিহাস রয়েছে, তেমনি কিছু কুলাঙ্গারও আছে। তারা এখনো আছে।

তিনি বলেন, ২০২৪ এর মহাপ্রলয় ও মহাপরিবর্তনে ছাত্র-জনতার ভূমিকা যেমন তুলে ধরতে হবে, তেমনি গণতন্ত্র উত্তরণের জন্য আমাদের পথটা তুলে ধরতে হবে। আমরা মনে করি, গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ নির্বাচন। শেখ হাসিনা বাহানা করে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে। সেই তথাকথিত নির্বাচনের প্রশাসক, পুলিশ, ইউএনও, ডিসি, নির্বাচন কমিশনসহ সবাই ছিল আওয়ামী লীগের লোকজন। একমাত্র সাংবাদিকরাই নিজেদের অবস্থান থেকে যতটুকু পেরেছে সেটা জাতি, দেশ ও বিশ্বের সামনে তুলে ধরেছে। সত্য বলার কারণে তারাও নির্যাতিত হয়েছেন।

তিনি আরো বলেন, বিএনপিসহ ছোট-বড় যেসব দল আন্দোলনে শরিক হয়েছিল, তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। এখন কোনো টালবাহানা জাতির সঙ্গে না করা ভালো। বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। এই জাতির সঙ্গে প্রতারণা করে শেখ মুজিব-শেখ হাসিনা কেউ টেকেনি। আগামী দিনেও যদি কারো মাথার ভেতর প্রতারণার বিষয় থেকে থাকে, আমি তাদের অনুরোধ করব, বাস্তবতায় আসুন। তাহলে বুঝতে পারবেন, কোন কাজটা আগে করতে হবে, কোন কাজটা জরুরি। এই জিনিসটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

অনুষ্ঠানে দৈনিক আমার পিরোজপুরের সম্পাদক কে এম সাঈদ সভাপতিত্ব করেন। এসময় আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপি নেত্রী অর্পনা রায়, কৃষক দল নেতা এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম।
 
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ