ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৩:১৬:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৬:১৯:৫৭ অপরাহ্ন
​বিপিএলের টিকিট না পেয়ে কাউন্টারে ভাঙচুর-অগ্নিসংযোগ ​সংবাদচিত্র : সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে বুধবার (২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস ও দুর্বার রাজশাহী এবং ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স। তবে ম্যাচ শুরুর আগে টিকিট না পাওয়ার ক্ষোভে স্টেডিয়ামের সুইমিংপুলসংলগ্ন ৫ নম্বর গেটের টিকিট বুথে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছেন দর্শকরা। 

ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মাকসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপিএলের টিকিটের অপেক্ষা করেও টিকিট না পেয়ে কয়েকজন ক্ষুব্ধ ব্যক্তি একটি বুথ ভাঙচুর করেছেন। এখন পরিস্থিতি যথেষ্ট শান্ত। সেনাবাহিনী ও র্যা বের সদস্যসহ অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

জানা গেছে, টিকিটের জন্য আজ সকাল থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সসংলগ্ন টিকিট বুথের সামনে অপেক্ষা করছিলেন দর্শকরা। তবে সকালে সাড়ে ১১টার দিকে বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। পরে টিকিট না পেয়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান তারা। একপর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। 

পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বিপিএলের উদ্বোধনী দিনও টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা হই-হট্টগোল করেন মিরপুর স্টেডিয়াম এলাকায়। স্টেডিয়ামের মূল গেটও ভাঙচুর করেন।

বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ