ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ০২-০১-২০২৫ ০১:১৩:২৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০১-২০২৫ ০২:৪৭:৪৫ অপরাহ্ন
​এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০ ​সংবাদচিত্র : সংগৃহীত
মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ২০  যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার মুন্সীর বাজার নামক স্থানে সড়কের ঢাকাগামী লেনে দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা যাচ্ছিল। বাসটি মহাসড়কের মুন্সীর বাজার নামক স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

এ সময় বাসের ২০ যাত্রী আহত হন। তাদের মধ্যে গুরুতর অবস্থা তিনজনের। এদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

শিবচর হাইওয়ে থানার এসআই তমাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

বাংলাস্কুপ/ডেস্ক/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ