ঢাকা , মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​ইসিতে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ০৩:৪১:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ০৫:১৬:১৫ অপরাহ্ন
​ইসিতে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন
বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪: 
জোনায়েদ সাকির নেতৃত্বাধীন গণসংহতি আন্দোলন এখন নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দল। দলটির নিবন্ধন নম্বর ৫৩। দলীয় প্রতীক ‘মাথাল’।
উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে ইসি সচিবালয় মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। গণসংহতি আন্দোলনের একটি প্রতিনিধি দলের কাছে দলটির নিবন্ধন সনদও হস্তান্তর করা হয়েছে।
ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত নিবন্ধন-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রায় ও আদেশের পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলনকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে।
গণসংহতি আন্দোলন ২০১৭ সালের ২৮ ডিসেম্বর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিল। তখন ইসির নিবন্ধন না পাওয়ায় এর বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করা হয়। গত ১০ সেপ্টেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে নির্বাচন কমিশনের করা আবেদন প্রত্যাহার করে নেওয়া হয়। একই দিনে দলটির বিষয়ে কারও কোনো দাবি আপত্তি রয়েছে কি না, সে জন্য ৬ দিনের সময় দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে ইসি সচিবালয়।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ