রাজউকে অভিযান চালিয়েছে দুদক
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
০১-০১-২০২৫ ০৫:২০:৩৫ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০১-২০২৫ ০৫:২০:৩৫ অপরাহ্ন
ফাইল ফটো
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১ জানুয়ারি) রাজউকের প্রধান কার্যালয়ের পূর্বাচল উপশহর প্রকল্প বিভাগে অভিযান পরিচালনা করছেন দুদকের ৬ সদস্যের একটি দল।
রাজউকের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, হঠাৎ করে রাজউকে প্রবেশ করেন দুদকের কর্মকর্তারা। প্রথমেই তারা যায় রাজউকের পূর্বাচল উপশহর প্রকল্প কার্যালয়ে।
জানা গেছে, বিগত সরকারের আমলে পূর্বাচল আবাসিক প্রকল্পে বেশ কিছু প্লট বরাদ্দ দিয়েছে যা নিয়ে নানা অভিযোগ রয়েছে। সেখানে বেশ কিছু নথিপত্র খুঁজে দেখছে দুদক।
এদিকে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা করে ৬টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। এই অভিযোগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬ জনের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৬ ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এই দুর্নীতির বিষয়ে অনুসন্ধানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই আজ রাজউকে অভিযানে গেল দুদক।
বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স