ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​ভেঙে গেছে সংযোগ সড়ক, লংগদুর সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৫:১৬:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৫:১৬:০৫ অপরাহ্ন
​ভেঙে গেছে সংযোগ সড়ক, লংগদুর সঙ্গে সারাদেশের যান চলাচল বন্ধ ​সংবাদচিত্র : সংগৃহীত
খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘণ্টা পার হওয়ার পরও মেরামত কাজ শেষ হয়নি। এতে রাঙামাটির লংগদু উপজেলার সঙ্গে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩১ডিসেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানিয়েছেন, অতিরিক্ত কাঠ বোঝাই ট্রাকের যাতায়াতের কারণে বেইলি ব্রিজের পাটাতন দেবে গেছে। বিকল্প পথে মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা, মাহেন্দ্রসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারি যানবাহন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা। 

স্থানীয় কাঠ ব্যবসায়ী মিন্টু চৌধুরী অভিযোগ করেন, এই ব্রিজটা কখনও সড়ক বিভাগ মনিটরিং করে নাই। যার কারণে ব্রিজটা ভেঙে গেছে। ফলে লংগদু, মেরুং এলাকার মানুষ ভোগান্তিতে পড়েছেন। পথচারী মনির হোসেন জানান, এই ব্রিজের কারণে কাল থেকে চলাচল বন্ধ। কবে ব্রিজ ঠিক হবে তাও জানি না। যান চলাচল বন্ধ থাকায় যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন। 

বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছে খাগড়াছড়ি সড়ক নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেন, ব্রিজের পিলার ক্ষতিগ্রস্ত হওয়ায় মেরামত কাজ শেষ করা সম্ভব হয়নি। কাজ সম্পন্ন হলে দ্রুত যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করেন তিনি।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ