ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

​নানা আয়োজনে পল্লীকবির জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৫:০২:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৫:০২:৫৮ অপরাহ্ন
​নানা আয়োজনে পল্লীকবির জন্মবার্ষিকী পালন ​সংবাদচিত্র : সংগৃহীত
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পল্লীকবি জসীম উদদীনের ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জসীম ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্যা। 

অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে সভায় কবির স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল, কবির ছোটপুত্র খুরশিদ আনোয়ার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ সামাদ, মফিজ ইমাম মিলন প্রমুখ। পরে কবির আত্মার শান্তি কামনা করে দোয়া হয়।

সভায় বক্তারা পল্লীকবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করে বলেন, পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বিশ্বে বাংলা সাহিত্যকে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। জসীম উদদীন বাংলা সাহিত্যে একজন আধুনিক মানের শক্তিশালী কবি ছিলেন। গ্রাম-বাংলার মাটি ও মানুষের সহজ-সরল জীবনযাত্রা ফুটে উঠেছে তার কবিতা, গান, গল্প ও উপন্যাসে। এজন্য তাকে পল্লীকবি বলা হয়।

জসীম উদদীন রচিত ‘নকশী কাঁথার মাঠ’ ও ‘সোজন বাদিয়ার ঘাট’ বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। বাংলা সাহিত্যের এই অন্যতম প্রাণপুরুষ ১৯০৪ সালে মতান্তরে ১৯০৩ সালে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন।
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ