ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​‘পেট তো আর ঠাণ্ডা বোঝে না’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৫:০০:৪৮ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৫:০০:৪৮ অপরাহ্ন
​‘পেট তো আর ঠাণ্ডা বোঝে না’ ​সংবাদচিত্র : সংগৃহীত
ঘন কুয়াশা ও ঠাণ্ডায় কাঁপছে কুড়িগ্রাম। শীতবস্ত্রের অভাবে কষ্টে পড়েছে হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে গ্রামাঞ্চলের অনেকেই আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম পৌর শহরের দিনমজুর জসিম বলেন, খুব ঠান্ডা, বাড়ি থেকে বাহির হওয়া যাচ্ছে না। কুয়াশায় কিছু দেখা যায় না। তারপরও আমরা কাজের সন্ধানে বের হয়েছি। পেটতো আর ঠান্ডা বোঝে না।

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ১ মাস ধরে এই অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। আগামীতে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান, এখন পর্যন্ত জেলায় শীত নিবারণে ৯ উপজেলায় ৪৯ লাখ টাকা ও ১২ হাজার কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে, বিতরণের কাজ চলছে বলে জানান তিনি।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ