হত্যা মামলায় ৩ দিনের রিমাণ্ডে সাবেক রেলমন্ত্রী
আপলোড সময় :
১৭-০৯-২০২৪ ০১:৫৩:৩৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৯-২০২৪ ০৭:০৯:০৯ অপরাহ্ন
পুলিশি নিরাপত্তায় আদালতে হাজির করা হয় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে। সংবাদচিত্র : সংগৃহীত
বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪:
হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার আদেশ দেন আদালত।
ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থী ইমরান হাসানকে গুলি করে হত্যার ঘটনায় রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা মামলায় এই রিমান্ড দিলেন আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম মিয়া সাবেক রেলমন্ত্রী আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। অন্যদিকে নূরুল ইসলামের পক্ষে তাঁর আইনজীবীজামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা।
শুনানি চলাকালে আদালতের অনুমতি নিয়ে নূরুল ইসলাম সুজন বলেন, ‘আমার সারা জীবনে কোনও মামলা হয়নি, এই মামলা ছাড়া। বিরোধী দলে থেকেও কোনও মামলা হয়নি। মামলায় নামটা ছাড়া আর কোনও কিছুই উল্লেখ নেই। মামলার বাদী কাউকে চেনেন না। আমি হাসপাতালে ভর্তি ছিলাম। অন্তত চিকিৎসা করার সুযোগটা করে দেবেন।’
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট সকালে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে যাত্রবাড়ি থানায় মামলা করেন।
ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স