সেই ১৯১০ সালে ‘হ্যাপি নিউ ইয়ার’ কবিতায় এই কথাগুলো বলে গেছেন মার্কিন কবি এলা হুইলার উইলকক্স। যে কবিতার ভাবানুবাদ এমন, প্রত্যেকে কিছু স্বপ্ন নিয়ে নতুন বছর শুরু করে। থাকে কিছু কর্ম পরিকল্পনা। আবার ফেলে যাওয়া বছরে, জীবনে ঘটে যাওয়া কিছু অভিজ্ঞতা নতুন বছরে কাজে লাগাতেও চায় সবাই। সে কারণেই, পুরনো হিসাব-নিকাশ সঙ্গে নিয়ে নতুন পরিকল্পনায় সামনে তাকাতে চায় সবাই। ব্যতিক্রম নয় শোবিজ তারকারা। ২০২৪ সাল অনেকের ক্যারিয়ারে সুবাতাস বয়ে এনেছিলো, কেউ আবার ছিটকে পড়েছিলেন জীবনের জটিলতায়। নতুন বছরে যেন সবাই কাজ করতে চান নতুন উদ্যমে। তবে প্রত্যেকের ভাবনা আলাদা আলাদা। চলুন জেনে নেওয়া যাক মেহজাবীন চৌধুরীর বয়ানে তার সাম্প্রতিক অতীত ও নিকট আগামীর গল্পটুকু-
ফিরে দেখা:
২০২৪-এ যাদের সঙ্গে দেখা হয়েছে, কাজ হয়েছে, বা যারা আমার জীবনে কোনোভাবে জায়গা করে নিয়েছেন, সবাইকে একটা বড় ধন্যবাদ জানাতে চাই। সত্যি বলতে, আমার চারপাশে এত পজিটিভ মানুষ ছিল, যারা আমার কঠিন সময়গুলো সহজ করেছে। যাদের সঙ্গে কাজ করেছি, তারাও আমাকে এতটা কমফোর্ট বানিয়েছে যে, আমি নিজের মতো করে কাজ করতে পেরেছি আর আরও ভালোভাবে অভিনয় করতে পেরেছি।
আমি সত্যিই ভাগ্যবান যে ‘প্রিয় মালতী’ এবং ‘সাবা’ সিনেমাগুলোর মাধ্যমে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। যেমন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কায়রো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া, আল্টারনেটিভা ফিল্ম ফেস্টিভ্যাল এবং রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। প্রতিবার যখন আমার সিনেমার নামের সঙ্গে বাংলাদেশ বলে ঘোষণা করা হয়েছে, আমার হৃদয় গর্বে ভরে উঠেছে।
আমার পরিবারকে নিয়ে বলতে গেলে, তাদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। তারা সবসময় আমাকে বুঝেছে, সাপোর্ট করেছে। যদিও আমি ঠিকমতো সময় দিতে পারিনি। তবুও তারা সবসময় আমার পাশে ছিল, আর আমি তাদের সঙ্গেই ছিলাম, অন্তত মন থেকে। আমি প্রতিজ্ঞা করছি, আগামী বছর আরও বেশি সময় বের করার চেষ্টা করবো পরিবারের জন্য।আমার দর্শকদের প্রতি আলাদা করে ধন্যবাদ, কারণ আপনারা এই বছরের ‘আরারাত’, ‘তিথিডোর’, ‘ফরগেট মি নট’ ও ‘প্রিয় মালতী’- এই চারটি প্রজেক্টকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা চমৎকার। একজন অভিনেতা হিসেবে এই বছরটা সত্যিই অসাধারণ ছিল, আর আমি এর থেকে বেশি কিছু চাইতেও পারতাম না।
পরিকল্পনা:
২০২৫ নিয়ে আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি। চাই আমাদের ইন্ডাস্ট্রি আরও বড় হোক, আরও বেশি কাজের সুযোগ হোক। সিনেমার সংখ্যা যেন এই বছরের (২০২৪) তুলনায় দ্বিগুণ হয়। ওটিটি কনটেন্ট-এ আমরা যেন আরও ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারি। নাটকের মান যেন আরও ভালো হয়, সুন্দর সুন্দর গল্প যেন আরও বেশি উঠে আসে। আরেকটা জিনিস নিয়ে আমি খুব খুশি—মালাইকা। আমার ছোট বোনের প্রথম টিভিসি আর প্রথম নাটকের জন্য আপনারা যেভাবে তাকে ভালোবাসা দিয়েছেন, তা আমাদের পুরো পরিবারের জন্য অনেক বড় ব্যাপার। তার জন্য আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যিই অভিভূত। সবাই যেন দেশের দায়িত্বশীল নাগরিক হন। এমন কিছু করা থেকে আমরা বিরত থাকবো যা আমাদের আশেপাশের মানুষ, প্রাণী বা পরিবেশের ক্ষতি করতে পারে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন