নারায়ণগঞ্জের ফতুল্লায় হৃদয় (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার দুই বন্ধু আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত হৃদয় ফতুল্লার পাগলা বৌ বাজার এলাকার মো. হাবিব মিয়ার ছেলে। তিনি পেশায় একজন শ্রমিক। আহতরা হলেন ফতুল্লার পাগলা পশ্চিমপাড়া এলাকার সামসুল হকের ছেলে সানী (২০) ও আব্দুল হামিদের ছেলে হামিম (১৮)। তারা তিন জন বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হৃদয় ও তার দুই বন্ধুকে নিয়ে ফতুল্লা পাগলা বাজার এলাকায় থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে এলাকার একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে স্টেজ সাজিয়ে আনন্দ উল্লাস করে এলাকার লোকজন নতুন বছর বরণ করে নেন। অনুষ্ঠান চলাকালে একদল যুবক পূর্বশত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তিন বন্ধুর শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধুকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, ‘এই ঘটনায় একজন নিহত ও দুই বন্ধু আহত হয়েছেন। মূলত গত রাতে (মঙ্গলবার) বর্ষবরণ (থার্টি ফাস্ট নাইট) উদযাপন করার সময় কিশোর বয়সের ছেলেদের দুই পক্ষ ঝগড়ায় জড়িয়ে পড়ে। এ সময় এক পক্ষ অপর পক্ষকে ছুরিকাঘাত করলে হৃদয় নিহত হয়। তার দুই বন্ধুকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। হৃদয়ের লাশ এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে।’পূর্ববিরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পূর্ববিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে তদন্ত চলছে। তা ছাড়া কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত নই। ফলে তদন্ত করে নিশ্চিতভাবে এ ব্যাপারে বলা সম্ভব হবে।’
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন