ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​‘এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি’

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:৩৬:২৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:৩৬:২৭ অপরাহ্ন
​‘এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি’ ​সংবাদচিত্র : সংগৃহীত
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘এ দেশ কোনো দলকে ইজারা দেওয়া হয়নি যে তারা নানা কৌশলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জোর করে চেয়ার দখল করে বসে থাকবে। এতো দিন জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। সেই সুযোগ আর দেওয়া হবে না।’

মঙ্গলবার (৩ ১ডিসেম্বর) ঝালকাঠি নেছারাবাদ ইসলামী কমপ্লেক্সে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দিনের আলোতে, রাতে কোনো ভোট হবে না। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করবে।’ 

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘দেশে বর্তমানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে, অথচ এটা নিয়ে পাশ্ববর্তী একটি রাষ্ট্র অপপ্রচার চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।’

জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, আমীরুল মুছলিহীন মাওলানা খলিলুর রহমান নেছারাবাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক, প্রমুখ।
 
বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ