ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বিএনপি নেতা আবু নাছের মারা গেছেন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:৩০:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:৩০:১৫ অপরাহ্ন
​বিএনপি নেতা আবু নাছের মারা গেছেন ​ফাইল ফটো
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক (বিশেষ দায়িত্বে) আবু নাছের মো. ইয়াহিয়া মারা গেছেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। আবু নাছেরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির বলেন, ‘বাসায় বুকে ব্যথা অনুভব করেন আবু নাছের। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।’ তিনি জানান, খবর পেয়ে তাত্ক্ষণিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে যান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোক জানিয়েছেন। 

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন আবু নাছের। দলের নেতারা মনে করেন, আবু নাছেরের মতো নিবেদিত তরুণ সম্ভবনাময় একজন নেতা অকালে চলে যাওয়ায় দলের অপূরণীয় ক্ষতি হলো।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ