ঢাকা , শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল, সেক্রেটারি জেনারেল সাদ্দাম

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৫:৫৪:০০ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৯:৩১:৩৯ অপরাহ্ন
ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল, সেক্রেটারি জেনারেল সাদ্দাম ​সংবাদচিত্র : সংগৃহীত
সারা দেশের সদস্যদের অনলাইন ভোটে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। আর সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। তাঁরা ২০২৫ মেয়াদে এই দায়িত্ব পালন করবেন। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতিকে শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি ২০২৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে নুরুল ইসলামকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা থেকে সোমবার (৩০ ডিসেম্বর) রাত ৯টা পর্যন্ত সারা দেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এর আগে যথাক্রমে সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতির দায়িত্ব পালন করেছেন।

মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলন শুরু হয়। দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে সংগঠনটির এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সারা দেশের সদস্যরা এতে অংশ নেন।

বাংলা স্কুপ/ ডেস্ক/এসকে 

শিবিরের সদস্য সম্মেলনে নেতাকর্মীদের ঢল
 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ