ঢাকা , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

​৭ দিনের রিমান্ডে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির

আপলোড সময় : ১৭-০৯-২০২৪ ১১:৪৫:৪৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৭-০৯-২০২৪ ০১:৩৮:২২ অপরাহ্ন
​৭ দিনের রিমান্ডে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ

বাংলা স্কুপ, ১৭ সেপ্টেম্বর ২০২৪: 
ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টিভির সিইও মোজাম্মেল বাবু এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাবেক সভাপতি শাহরিয়ার কবিরকে দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ এই আদেশ দেন। 
গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু (৩১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। 
এর আগে জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  শ্যামল দত্ত এবং একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুকে সোমবার (১৬ সেপ্টেম্বর) ভোরে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়। রাত ১১টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে তাদের আনা হয়। আর একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে সোমবার রাতে বনানীতে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

সাংবাদিক মোজাম্মেল বাবু ও শ্যামল দত্ত আটক

ডেস্ক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ