প্রতিবেদন জমা দেয়নি ৬ সংস্কার কমিশন, বাড়িয়ে নিয়েছে সময়
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১২-২০২৪ ০৫:২৫:২৭ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৪ ০৮:৪৬:৫৬ অপরাহ্ন
সংস্কার কমিশনগুলো প্রধান উপদেষ্টার কাছে এখনো প্রতিবেদন জমা দেয়নি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, কমিশনগুলো প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে নিয়েছে।
জানা গেছে, ছয় সংস্কার কমিশনই সময় বাড়িয়েছে। পুলিশ সংস্কার কমিশন জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে তারা। এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। নির্বাচন সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ৩ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান বলেছেন, ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলেও তারা কাজ শুরু করেছে ৭ অক্টোবর। তাই ৭ জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে, আগামী ৭ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবে প্রধান উপদেষ্টার কাছে।
এর আগে, ২৪ ডিসেম্বর রাজধানীতে অনুষ্ঠিত একটি সভায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, ২০০৭-০৮ সালের মতো সংস্কার যাতে গালিতে পরিণত না হয়, সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। ছয়টি সংস্কার কমিশন শিগগিরই তাদের প্রস্তাবনা জমা দেবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ সরকার। ভারতে চলে যান তখনকার সরকার প্রধান শেখ হাসিনা। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। দায়িত্বভার নেওয়ার পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হচ্ছে- সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। এই কমিশনগুলোকে তাদের প্রতিবেদন জমা দেওয়ার জন্য চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স