ঢাকা , সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​১৩ কেজির কাতল ২৩ হাজারে বিক্রি

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৩:৪৬:২১ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৩:৪৬:২১ অপরাহ্ন
​১৩ কেজির কাতল ২৩ হাজারে বিক্রি ​সংবাদচিত্র : সংগৃহীত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ। মাছটি অনলাইনে ২২ হাজার ৯৫০ টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার দৌলতদিয়ার মোহন মণ্ডলের আড়ত থেকে মাছটি নিলামে কিনে অনলাইনে বিক্রি করেন শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মো. শাহজাহান শেখ।

মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মঙ্গলবার ভোরে মোহন মণ্ডলের আড়তে ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি কাতল মাছ নিলামের জন্য ওঠে। এসময় তিনি উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ১ হাজার ৬৫০ টাকা কেজি দরে ২২ হাজার ২৭৫ টাকা দিয়ে মাছটি কিনে নেন। পরে বিক্রির জন্য অনলাইনে মাছের ভিডিও করে ছাড়লে খুলনার এক ব্যবসায়ী তার সঙ্গে যোগাযোগ করে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে ২২ হাজার ৯৫০ টাকায় কিনে নেন।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, দৌলতদিয়ার পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বড় মাছ ধরা পড়ছে। মাছগুলো জেলেরা বেশি দামে বিক্রি করে লাভবান হচ্ছেন।
 

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ