গরু দিয়ে টানা হচ্ছে নেতার গাড়ি!
ডেস্ক রিপোর্ট
আপলোড সময় :
৩১-১২-২০২৪ ০৩:৪২:০৪ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৪ ০৩:৪২:০৪ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
গরু দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে নেতার গাড়ি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে ভিডিওটি, যা নিয়ে অনেকেই হাস্য-রসাত্মক মন্তব্য করেছেন। কেউ কেউ জানতে চেয়েছেন, আসলে কী ঘটেছিল সেদিন?
ভারতের রাজস্থান রাজ্যের কুচামন পৌরসভার বিরোধীদলীয় নেতা অনিল সিংহ মেদতিয়ার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। রাজ্যের বিরোধীদলীয় এই নেতা শখ করে বিদ্যুৎচালিত গাড়ি কিনেছিলেন। কিন্তু হঠাৎ করে মাঝপথে গাড়ির ব্যাটারি চার্জ শেষ হয়ে যাওয়ায় বিপত্তির মুখে পড়েন তিনি। প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হন অনিল। খবর হিন্দুস্তান টাইমসের।
কয়েক দিন আগে মাঝরাস্তায় গাড়িটি থেমে যায়। উপায় না দেখে গাড়ির সামনে দড়ি বাঁধা হয়। ইলেকট্রিক গাড়ি চটজলদি বদলে যায় গরুর গাড়িতে। দুটি গরু সেই গাড়িটিকে টেনে নিয়ে যায় গন্তব্যে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
সম্প্রতি রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামন শহরে এই ঘটনা ঘটেছে। কুচামন পৌরসভার বিরোধী নেতা অনিল সিংহ মেদতিয়া। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ২০২৩ সালে ইলেকট্রিক গাড়ি কিনেছিলেন তিনি। কিন্তু গাড়ি নিয়ে প্রায়ই বিভিন্ন ধরনের সমস্যায় পড়েন তিনি।
অনিল সিংহ মেদতিয়ার দাবি, মাঝরাস্তায় যখন-তখন বন্ধ হয়ে যায় তার বৈদ্যুতিক গাড়ি। এখন পর্যন্ত মোট ১৬ বার গাড়ি মেরামত করেছেন বলে জানিয়েছেন তিনি। তারপরও গাড়িটি ঠিকঠাক চলে না। চালানোর আগে গাড়ির ব্যাটারি চার্জ দিয়ে বের হলেও প্রায়ই মাঝরাস্তায় বন্ধ হয়ে যায়।
বিনোদ ভোজক নামের এক্স অ্যাকাউন্টে এই ঘটনার একটি ভিডিও পোস্ট করা হয়েছে। এতে দেখা যায়, অনিলের ইলেকট্রিক গাড়ির সামনে দুটি গরু দাঁড়িয়ে। দড়ি দিয়ে গাড়ির সঙ্গে বাঁধা হয়েছে গরু দুটি। সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছে গরু দুটি। মাঝপথে অনিলের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখে একজন মন্তব্য করেছেন, ‘‘শেষমেশ গরু দুটিই বাঁচাল।’’ আবার আরেকজন লিখেছেন, ‘‘এ তো আধুনিক গরুর গাড়ি!’’
বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স