ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫ , ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৩:০৬:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৩:০৬:৪৫ অপরাহ্ন
​জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ​সংবাদচিত্র : ফোকাস বাংলা নিউজ
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেলজয়ী জিমি কার্টারকে শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে প্রয়াত রাষ্ট্রপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দূতাবাসে খোলা শোক বইয়ে শোকবার্তা লেখেন।

শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার গত রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকালে জর্জিয়ার প্লেইনস শহরে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেমঙ্গলবার সকালে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন। দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের সঙ্গে তার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে জানান যে, তিনি জর্জিয়ায় জিমি কার্টারের বাড়িতেও গিয়েছিলেন। 

যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট জিমি কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এসময় তিনি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার জন্য জিমি কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন।

অধ্যাপক ইউনূস ১৯৮৬ সালে রাষ্ট্রপতি কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।

বাংলা স্কুপ/ ডেস্ক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ