নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মিনি ল্যাব উদ্বোধন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১২-২০২৪ ০১:১৩:০৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৪ ০১:১৩:০৯ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মিনি ল্যাব উদ্বোধন করে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, খাদ্যের জন্য যেন কারো স্বাস্থ্যগত সমস্যা না হয়, সবাই যেন নিরাপদ খাদ্য পায়। এই ল্যাবরেটরি ব্যবহারের মাধ্যমে এ বিষয়ে আমরা আরও নজর দিতে পারবো। নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য জনসচেতনতা বৃদ্ধি ও আইন প্রয়োগের ওপর গুরুত্ব দিতে হবে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের মিনি ল্যাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন করেন উপদেষ্টা।
এই মিনি ল্যাবের মাধ্যমে শুঁটকি মাছ, শাকসবজি ও ফলে বালাইনাশকের উপস্থিতি ও মাত্রা, পাউরুটিতে ক্ষতিকর পটাসিয়াম ব্রোমেটের উপস্থিতি ও মাত্রা, খাদ্যদ্রব্যে হেভি মেটালে বা ভারী ধাতু নির্ণয়, খাদ্যে কৃত্রিম রঙের উপস্থিতি, পানিতে বিদ্যমান মিনারেলের উপস্থিতি, দুধে অ্যান্টিবায়োটিক রেসিডিউ-এর উপস্থিতি, মধুতে টক্সিকের উপস্থিতি ও মাত্রা, খাদ্যপণ্যে ভেজাল শনাক্তকরণ, শিশু খাদ্যে বিদ্যমান ল্যাকটোজেন নির্ণয়, খাদ্যে সালমোনেলা, কলিফর্মসহ অন্যান্য ব্যাকটেরিয়ার উপস্থিতি ও পরিমাণ নির্ণয়সহ আরও অন্যান্য পরীক্ষা যথাযথভাবে করা যাবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান জাকারিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যসচিব মো. মাসুদুল হাসান।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স