ফেনী সীমান্তে ৩৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩১-১২-২০২৪ ০১:০৭:১১ অপরাহ্ন
আপডেট সময় :
৩১-১২-২০২৪ ০১:০৭:১১ অপরাহ্ন
সংবাদচিত্র : সংগৃহীত
ফেনী সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৩৯ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট ও ভারতীয় কম্বল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ফেনীর বিজিবি’র ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এতে বলা হয়, মঙ্গলবার ভোরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার দেবপুর, যশপুর ও মধুগ্রাম বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, ব্লাউজ, টি-শার্ট ও ভারতীয় কম্বল জব্দ করা হয়। এগুলোর আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ ৫৪ হাজার টাকা। জব্দকৃত মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেওয়া কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স