ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​সুন্দরগঞ্জে যুব নেতৃত্বের চর সম্মেলন

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৭:৪৬:১৫ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৭:৪৬:১৫ অপরাহ্ন
​সুন্দরগঞ্জে যুব নেতৃত্বের চর সম্মেলন বাংলা স্কুপ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে অবস্থিত সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে 'যুব নেতৃত্বের চর সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজির হোসেন। 

ইয়ুথনেট গ্লোবাল, গণ উন্নয়ন কেন্দ্র ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লষ্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়ছার, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারি প্রকৌশলী খোকন রানা। 

গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ফ্লাড রজিলিয়েন্স প্রকল্প ব্যবস্থাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে গণমাধ্যমকর্মীর মধ্যে বক্তব্য রাখেন শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন, সুন্দরগঞ্জ ও হাতিবান্ধা (লালমনিরহাট) উপজেলার বিভিন্ন ইয়ুথনেট ও ক্রাগ কমিটির পক্ষে জেসমিন আক্তার, শেখ আবিদা সুলতানা, জাহাঙ্গীর আলম, জিহাদ হাসান, রাবেয়া খাতুন, রাজা মিয়া প্রমূখ। এসময় ডলি সুলতানা, রবিউল হাসানসহ অন্যান্য  ফিল্ড অফিসারগণ যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনের মধ্য দিয়ে বছরব্যাপী নদ-নদীর চরগুলোতে ভাঙ্গণ, জলাবদ্ধতা, প্রাকৃতিক দুর্যোগ ঝুঁকিতে তথা সঙ্কটে চরবাসীর জীবন সংগ্রামের বিজয় উদযাপন করেন তরুণরা। এ বিজয় উদযাপনকালে উল্লেখ করা হয় আবহাওয়া পরিবর্তন, অতিমাত্রায় নদীভাঙ্গণে চরের মানু্ষ বাস্তভিটার হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হয়। নারী, শিশু, প্রবীণ প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়। এছাড়া, কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সকল ক্ষেত্রে চরের বাস্তবতা, সঙ্কট ও সম্ভানা বিষয়ে আলোকপাত করা হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ