ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৭:০৬:৫০ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৭:০৬:৫০ অপরাহ্ন
​বাসা থেকে নারী চিকিৎসককে অপহরণ
রাজশাহীতে এক নারী চিকিৎসক ও তার বাবাকে বাসা থেকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহরণের পর পথে বাবাকে রাস্তায় ফেলে গেছে দুর্বৃত্তরা। অপহরণের সময় চিকিৎসকের মাকে আঘাত করে আহত করা হয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজশাহী নগরীর চন্দ্রিমা আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে।

অপহরণের শিকার চিকিৎসকের নাম শাকিরা তাসনিম দোলা (২৬)। তিনি রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ থেকে ডেন্টাল বিভাগ থেকে বিডিএস শেষ করেছেন। তার বাবা আবু তাহের খুরশিদ বকুল পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

ঘটনা সূত্রে জানা যায়, ওই নারী চিকিৎসককে সঙ্গে নিয়ে গেলেও পথে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় তার বাবাকে ফেলে গেছে দুর্বৃত্তরা। আর তার মা রেহেনা পারভিন ওরফে শিউলি (৫১) গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রেহেনা পারভীন জানান, তার স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, মাইক্রোবাসে চালকসহ অপহরণকারীরা ছয় জন ছিল। তাকে (আবু তাহের) তোলার পরেই মুখ বেঁধে ইনজেকশন পুশ করা হয়। পরে চেতনা ফিরে এলে তাকে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয়।

সিরাজগঞ্জ সলঙ্গা থানার এএসআই শফিউল ইসলাম জানান, সোমবার বেলা ১২টার দিকে সলঙ্গা থানার ভেংড়ি এলাকার লোকজন আবু তাহেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই মাইক্রোবাসে বাবা ও মেয়েকে অপহরণকারীরা তুলে নিয়ে এসেছিল। তারা মেয়েকে নিয়ে গেছে। রাজশাহী থেকে ভিকটিমের আত্মীয়-স্বজন এসেছিল। বিকালে তাদের কাছে ভিকটিম আবু তাহেরকে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজশাহীতে মামলা হবে।

এ বিষয়ে রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, ‘অপহরণের বিষয়টি আমরা জেনেছি। পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। আমরাও ঘটনা তদন্ত করে দেখছি।’এ রিপোর্ট লেখা পর্যন্ত (সোমবার, সন্ধ্যা ৬টায়) থানায় কেউ অভিযোগ দেননি বলে জানান ওসি।
 

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ