মঙ্গলবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১২-২০২৪ ০৭:০০:৪৫ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১২-২০২৪ ০৭:০৪:৫৪ অপরাহ্ন
ফাইল ফটো
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ‘ব্যাংক হলিডে’। এ দিন ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। এতে বন্ধ থাকবে শেয়ারবাজারে লেনদেনও। তবে নিজেদের আর্থিক হিসাব মেলাতে সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
৩১ ডিসেম্বর ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। ওইদিন বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে প্রস্তুত করা হয় বার্ষিক আর্থিক প্রতিবেদন। সে কারণে এ দিনটিকে ব্যাংক হলিডে হিসেবে ধরা হয়। ওইদিন কোনও ধরনের লেনদেন হয় না। তবে এ সময় গ্রাহকরা কার্ডের মাধ্যমে সীমার মধ্যে টাকা উত্তোলন করতে পারবেন। একইভাবে ১ জুলাইও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিনও ব্যাংকগুলোতে অর্ধবার্ষিকী প্রতিবেদন করা হয়।
নীতি অনুযায়ী ব্যাংক হলিডেতে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনও ধরনের লেনদেন বা দাফতরিক কার্যক্রম করে না। শেয়ারবাজারের শেয়ারের আর্থিক লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) কোনও লেনদেন হয় না।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স