সচিবালয়ে আগুন
মঙ্গলবার জমা দেয়া হবে প্রাথমিক তদন্ত প্রতিবেদন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
৩০-১২-২০২৪ ০৫:৫৮:২৯ অপরাহ্ন
আপডেট সময় :
৩০-১২-২০২৪ ০৮:৫৭:০৮ অপরাহ্ন
ফাইল ফটো
সচিবালয়ে আগুনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া হচ্ছে না। আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা রয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠক শেষ সাংবাদিকদের এ তথ্য জানান সিনিয়র সচিব নাসিমুল গনি।
তিনি জানান, আজ নয়, কাল প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেয়ার চেষ্টা করবেন তারা। সংগ্রহকৃত নমুনা তদন্তের জন্য বিদেশে পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, কেবিনেট ডিভিশন থেকে সময় বৃদ্ধি অনুমোদন করে আনা হয়েছে। এই ঘটনার তদন্তে অনেকগুলো সংস্থা কাজ করেছে। মূলত তথ্যগুলো সমন্বয় করতে সময় নেয়া হয়েছে। কাল রিপোর্ট দেয়া হবে। বিকেল ৫টা পর্যন্ত সময় রয়েছে। তবে রিপোর্টে কি আছে এসব নিয়ে কিছুই জানাননি তিনি।
এদিকে, আগুনে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি ফ্লোরের প্রায় ২০০ কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন গণপূর্তের উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নান ভূঁইয়া। তবে কীভাবে আগুন লেগেছে সেটি তদন্ত শেষেই বলা যাবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (৩০ ডিসেম্বর) সচিবালয় চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে, ভবনটি মেরামত করা যাবে। বাকিটা তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বোঝা যাবে।
ভবনটি ব্যবহার উপযোগী থাকবে কি না- এ বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ে অনেক টিম এ পর্যন্ত তদন্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।
বাংলা স্কুপ/ প্রতিবেদক/এসকে
প্রিন্ট করুন
কমেন্ট বক্স