ঢাকা , বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, আটক ৯

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:৩৭:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:৪১:১৫ অপরাহ্ন
​২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, আটক ৯ ​সংবাদচিত্র : সংগৃহীত
পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে ৯ জনকে আটক করা হয়। 

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরের কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, মহিপুর মৎস্য বন্দর থেকে নিপন্ন প্রজাতির এসব মাছ পাচার করছিল একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও একই ইনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরানসহ (২৮) একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়। খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে। 

এসময় ২০ মণ শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করা হয়।  জব্দ এসব মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটিচাপা দেওয়া হবে বলে জানান ওসি জুয়েল ইসলাম।

বাংলা স্কুপ/ প্রতিনিধি/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ