ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

​বিশ্ববিদ্যালয়ে গবেষণা-উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান ইউজিসি’র

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৪:১৭:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৪:১৭:০৮ অপরাহ্ন
​বিশ্ববিদ্যালয়ে গবেষণা-উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান ইউজিসি’র ​সংবাদচিত্র : সংগৃহীত
প্রায়োগিক গবেষণা ও নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)। সোমবার (৩০ ডিসেম্বর) এক সেমিনারে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব এ আহ্বান জানান।

‘শিক্ষা বিভাগীয় কর্মচারী (শিক্ষক) কর্তৃক অর্জিত পিএইচডি অভিসন্দর্ভ ও শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সামঞ্জস্য নিরূপণ’ শীর্ষক অ্যাকাডেমিক সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্যে রাখেন। বিভিন্ন সরকারি স্কুল ও কলেজের ১২ জন শিক্ষকের পিএইচডি অভিসন্দর্ভ মূল্যায়নপূর্বক শিক্ষাদান সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে অর্জিত ডিগ্রির সামঞ্জস্য নিরূপণে সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক মাছুমা হাবিব আরও বলেন, ‘উচ্চশিক্ষায় গবেষণার মাধ্যমে প্রয়োজনীয় প্রযুক্তি উদ্ভাবনের ওপর বেশি গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে এখন অনেক মানসম্মত গবেষণা হচ্ছে। গবেষকদের যথাযথভাবে গবেষণা কর্ম সম্পন্ন করতে উৎসাহ দিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।’

সেমিনারে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অদ্রাপক ড. মো. শামসুল আলম, বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাঈদ ফেরদৌস, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আমিনুল ইসলাম তালুকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এস এম হাফিজুর রহমান ও অধ্যাপক ড. শাহরিয়ার হায়দার, গণিত বিভাগের প্রফেসর ড. ছালমা নাছরীন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম এবং জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন বিষয় সংশ্লিষ্ট বিশেষজ্ঞ সদস্য হিসেবে উপস্থিত ছিলেন।

সেমিনারে ইউজিসির রিসার্চ অ্যান্ড গ্র্যান্টস ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. ফেরদৌস জামান সভাপতিত্ব করেন। একই বিভাগের অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজের সঞ্চালনায় সেমিনারে ইউজিসি’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলা স্কুপ/ প্রতিবেদক/ এনআইএন/এসকে


প্রিন্ট করুন
কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ