ঢাকা , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই ৩ ফার্নিচার কারখানা

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১২:৫৪:৩৭ অপরাহ্ন
আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১২:৫৪:৩৭ অপরাহ্ন
চট্টগ্রামে আগুনে পুড়ে ছাই ৩ ফার্নিচার কারখানা সংবাদচিত্র: সংগৃহীত
চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ফার্নিচার তৈরির তিনটি কারখানা। রোববার (২৯ডিসেম্বর) গভীর রাতে নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলী সিডিএ আবাসিক এলাকার এক নম্বর সড়কের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক জানান, রাত ২টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সোয়া ৭টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এতে তিন মালিকের তিনটি কাঠের ফার্নিচার তৈরির কারখানা পুরোপুরি পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বাংলাস্কুপ/প্রতিনিধি/ এনআইএন 


প্রিন্ট করুন
কমেন্ট বক্স


এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ